আমার কাগজ প্রতিবেদক
এবার চাকরি পুনর্বহাল হলেন রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সাবেক পুলিশ সুপার আলী আকবর খান।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
তাকে ৭ এপ্রিল ২০২২ সাল থেকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবসর প্রদানের তারিখ হতে পুনর্বহালের পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত (in duty) গণ্য করে তার বকেয়া বেতনভাতাদি, পদোন্নতি এবং চাকরিগত অন্যান্য সুযোগ সুবিধা বিধি মোতাবেক প্রাপ্য হবেন।