কিশোরগঞ্জ প্রতিনিধি
আজ শনিবার ২৫ ডিসেম্বর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা, গণনা চলছে।
এবার ৩ মাস ২৭ দিন পর কিশোরগঞ্জের নরসুন্দা নদী তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ লোহার দানবাক্স খোলা হয়েছে। সকাল ৭টায় দানবাক্স খুলে ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে।
মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, শহীদি মসজিদ এলাকায় উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ মাওলানা আতাহার আলী প্রতিষ্ঠিত আল জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মাচারীসহ চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন। কর্তৃপক্ষ বলছেন গণনার প্রকৃত হিসাব শেষ করতে আজ সন্ধ্যা নাগাদ সময় লাগবে বলে আশা করছেন। তিন মাস পর পর দানবাক্সগুলো ভুলার নিয়ম থাকলেও এবার ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হয়েছে। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও দুটি দানবাক্স।
এর আগে ৩০ আগস্ট ২০২৫ তারিখে ৪ মাস ১৮দিন পর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। এতে ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।
আজ পাগলা মসজিদের ১৩ টি দান বাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত,কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য, কিশোরগঞ্জ ৫ নিকলী বাজিতপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমের কর্মী গণ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিপুলসংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছ।
