মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও প্রস্তুতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুযারি) দিনব্যাপী শিডিউল অনুযায়ী ৭টি গ্রুপে বিদ্যালয়ের খেলার মাঠসহ তিনটি স্থানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আহাম্মদ আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার হিরাজ আলী। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাবিবুর রহমান হারিছ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, মোরগ লড়াইসহ বিভিন্ন প্রতিযোগিতার প্রস্তুতি পর্বে অংশগ্রহণ করে। তিনদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন আগামী ১১ ফেব্রুয়ারি রবিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।