
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলে গতকাল শনিবার (৫ জুলাই ২০২৫) অনুষ্ঠিত হলো বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। এটি ছিল বয়েজ এবং গার্লস ক্যাম্পাসে পৃথকভাবে চুড়ান্ত পর্ব। যেখানে শিক্ষার্থীরা যুক্তির আলোকে তুলে ধরেন তাদের বক্তব্য। প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল “যুক্তির শক্তিতে আলোকিত হোক ভবিষ্যৎ”
অনুষ্ঠানে পক্ষ ও বিপক্ষ দল “বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক” “গ্রাম্য জীবন নয়, শহরের জীবনই ভালো” এবং সোশ্যাল মিডিয়া সামাজিক অবক্ষয়ের মূল কারণ প্রভৃতি বিষয় নিয়ে জোরালো ও যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাবিবুর রহমান হারিছ এবং প্রধান অতিথি ছিলেন এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির। বিচারকের দায়িত্বে ছিলেন মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের কো-অর্ডিনেটর ও শাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ক্লাবের সাবেক বিতার্কিক সিতাব আলী, বিশিষ্ট ছড়াকার এবং আবৃত্তিকারক কবি সুফি চৌধুরী, সিলেট দিশারী শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক ও সাবেক ডিবেটের সানাউল ইসলাম সুয়েজ এবং চ্যানেল ২৪ ডটকমের জেলা প্রতিনিধি ও ডিবেটিং সোসাইটি ক্লাব সাবেক সদস্য উমর ফারুক নাঈম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কো-অর্ডিনেটরগণ যথাক্রমে রেজুয়ানা আক্তার, মরিয়ম বেগম, শরিফ আহমদ, রিমা বেগম, ফারজানা আক্তার, তানজিলা উপস্থাপনায় ছিলেন সৈয়দা শায়লা নওরীন এবং আনিসা।
কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, পরে একে একে বক্তারা তাদের বক্তব্য উপস্থাপন করেন। সময় পর্যবেক্ষক ও সমন্বয়কারী দল প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।
বিচারকদের রায়ে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – ডিবেট প্রতিযোগিতা ২০২৫ — নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও শিক্ষণীয় উদ্যোগ। বিতর্ক শুধু কথার প্রতিযোগিতা নয়, এটি যুক্তি, বিশ্লেষণ, শৃঙ্খলা এবং শ্রদ্ধাশীল মত প্রকাশের চর্চা।
সভাপতি শিক্ষার্থীদের যুক্তিশীল, চিন্তাশীল এবং ভদ্র উপস্থাপনার প্রশংসা করেন।