
আমার কাগজ ডেস্ক
ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে বিবিসির প্রতিবেদন ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়েছে সংস্থাটির ১০৭ কর্মী ও ৩০০ এর অধিক মিডিয়া ব্যক্তিত্ব। এছাড়া একটি উন্মুক্ত চিঠিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘সেন্সরশিপ’ এবং ‘ইসরায়েলি সরকার ও দেশটির সেনাবাহিনীর পক্ষে পিআর চালানোর’ অভিযোগ তুলেছেন তারা।
বুধবার (০২ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে জানায়, ডেডলাইন পত্রিকায় প্রকাশিত চিঠিতে বলা হয়- সম্প্রতি বিবিসি ‘গাজা: মেডিকস আন্ডার ফায়ার’ প্রামাণ্যচিত্রটি সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে। আর এটি একটি দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক এজেন্ডার অংশমাত্র।’
চিঠিতে আরও বলা হয়, ‘বিবিসির এ ক্ষেত্রের অনেক প্রতিবেদনে স্পষ্টভাবে ফিলিস্তিনবিরোধী বর্ণবাদের ছাপ দেখা যায়।’
চিঠির স্বাক্ষরকারীরা উল্লেখ করেন, বিবিসি যুক্তরাজ্য সরকার ফিলিস্তিন যুদ্ধে অস্ত্র বিক্রি কিংবা আইনি বৈধতা নিয়ে কোনো গুরুত্বপূর্ন বিশ্লেষণ করেনি।
তারা আরও বলেন, ‘২০২৩ সালের অক্টোবর থেকে আমাদের শ্রোতাদের কাছে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যে, ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বিবিসির রিপোর্টিং আমাদের নিজস্ব সম্পাদকীয় মানদণ্ডেও ঘাটতি রয়েছে। গাজা ও পশ্চিম তীরের ঘটনা বিবিসির যেভাবে কাভারেজ করছে, বাস্তবে তার মধ্যে বিশাল ফারাক।’
চিঠিতে অভিযোগ করা হয়, ‘বিবিসির সম্পাদকীয় সিদ্ধান্তগুলো বাস্তবতা থেকে ক্রমেই বিচ্যুত হচ্ছে। আমরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছি, বিবিসির অনেক সিদ্ধান্ত শ্রোতাদের প্রয়োজন মেটানোর জন্য নয়, বরং নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা অনুসরণেই নেওয়া হচ্ছে।’
বিবিসির কর্মীরা সবাই চিঠিতে নাম প্রকাশ না করে স্বাক্ষর করেছেন। তবে যারা এই দাবির পক্ষে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে আছেন অভিনেতা খালিদ আবদাল্লাহ ও মরিয়াম মারগোলাইসের মতো খ্যাতনামা শিল্পীরাও।