
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে বিশাল এক জনসভার মধ্যদিয়ে ব্যাপক শোডাউন করেছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন। গতকাল বুধবার বিকালে পৌরশহরের ঐতিহাসিক ডাকবাংলোর মাঠে হাজার হাজার জনতার উপস্থিতিতে এই জনসভাটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যারা মাঠে নেমেছেন তাদের কোনো জনসমর্থন নেই। তারা বসন্তের কোকিল। তিনি বলেন, এমপির বিরুদ্ধে কথা বলা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা এটা ওদের জানা উচিত। গত ১৫ বছরে আমি নিকলী-বাজিতপুরে প্রচুর উন্নয়ন করেছি। আমার নির্বাচনী এলাকার মানুষ আমার পক্ষে আছে। আজকের জনসমাবেশ এটার প্রমাণ।’
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় দেশে অভাবিত উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবো।
জনসভায় যোগ দিতে নিকলী ও বাজিতপুর উপেজলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী সেøাগান ও বাদ্যযন্ত্রসহ হাতে লগি, বৈঠা, ব্যানার-ফেস্টুনসহ দলে দলে মিছিল নিয়ে অংশ নেন।
বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশটি সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার জন্য ডাকা হলেও শেষ পর্যন্ত এটি এমপি আফজালের নির্বাচনী মহড়ায় পরিণত হয়। সমাবেশে যোগ দিতে নিকলী ও বাজিতপুর উপেজলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সেøাগান ও বাদ্যযন্ত্রসহ হাতে লগি, বৈঠা, প্ল্যাকার্ড ও নৌকা প্রতীক নিয়ে খন্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন।
বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক লিটন, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঞা জনি প্রমুখ।