
সাইফুন্নাহার শিউলি
আবার কভু ফেরা হলে, না হয় আমি বাঁচবো
তোমার বুকে মুখ লুকিয়ে অনেক সুখে কাঁদবো।
আবার কভু ফেরা হলে, না হয় আমি বাঁচবো
মেঘছোয়া ঐ পাহাড় চুঁড়ায় তোমার নামটা লিখবো।
আবার কভু ফেরা হলে , না হয় আমি বাঁঁচবো
সাগর বেলায় হাতটি ধরে দুজন মিলে হাঁটবো।
আবার কভু ফেরা হলে, না হয় আমি বাঁচবো
হংসমিথুন হয়ে দুজন ঝিলের জলে ভাসবো।
আবার কভু ফেরা হলে, তখন আমি বাঁঁচবো
সকাল,বিকেল,রাত, দুপুরে নিয়ম মেনে চলবো।
এক জীবনের সরল অংকের ফল হল যে শুন্য
আবার কভু ফেরা হলে হবই হব পূর্ণ।
কবি: প্রধান শিক্ষক, দশধার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারহাট্টা, নেত্রকোণা।