আমার কাগজ প্রতিবেদক
জার্মান এয়ারফোর্সের (লুফতওয়াফে) একটি বেসামরিক বিমান নিয়ে সরকারি সফরে বেরিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। কিন্তু তাকে বহনকারী বিমানটিতে নিরাপত্তাগত ত্রুটি ধরা পড়ায় দুইবার উড়াল দিয়েও বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। ফলে সফরের মাঝপথে আবুধাবীতে আটকা পড়েন বেয়ারবক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে লুফতওয়াফের কিছুটা পুরনো হওয়া এ–৩৪০ মডেলের দুটি এয়ারবাস বিমান তাৎক্ষণিক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। জার্মানির বিমান বাহিনীর একজন মুখপাত্র গত মঙ্গলবার (১৫ আগষ্ট) এ তথ্য জানান।
শুধুমাত্র মন্ত্রীর সফর বিভ্রাটের কারণেই নয়। এয়ারবাসের এ–৩৪০ মডেলের বিমান দুটিকে অবসরে পাঠানোর পরিকল্পনা আগে থেকেই নেওয়া হয়েছিল। পূর্বপরিকল্পনা অনুযায়ী চলতি বছর ও আগামী বছরের শেষে ওই দুটি বিমানকে অবসরে পাঠানোর কথা ছিল।
এদিকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র অবসরে পাঠানোর পরিকল্পনায় থাকা বিমান দুটির বয়স সম্পর্কিত এক প্রশ্নের জবাব দেননি।
অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও ফিজিতে এক সপ্তাহের সরকারি সফরে বেরিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক। মঙ্গলবার আবুধাবি থেকে তাঁর উড়ানটি বিমানবন্দর থেকে ছেড়েও গিয়েছিল। কিন্তু কিছুদূর যাওয়ার পর বিমানের ডানায় নিরাপত্তা ত্রুটি ধরা পড়ে। ‘উইং ফ্লাপ’ ঠিকমতো কাজ না করায় পরপর দু’বার রানওয়ে থেকে টেক অফ করার পরে আবারও বিমানবন্দরে ফিরে আসে বেয়ারবকের বিমানটি। এরআগে জার্মানি থেকে রওয়ানা হওয়ার পর জ্বালানী নিতে আবুধাবিতে যাত্রা বিরতি করে মন্ত্রীকে বহনকারী এয়ারবাসের বিমানটি। মঙ্গলবার সকালেও বেয়ারবককে বহনকারী বিমানটিকে আবুধাবি বিমান বন্দরে পার্কিং করা অবস্থায় দেখা গেছে।
তবে উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সফরে বিমান বিভ্রাটের ঘটনা এবারই প্রথম নয়। ২০১৮ সালে দেশটির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলও এমন বিড়ম্বনার শিকার হয়েছিলেন। সেবারও এয়ারবাসের ৩৪০ মডেলের একটি বিমানে যাত্রাপথে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পূর্ব থেকে অনির্ধারিত একটি বিমানবন্দরে জরুরী অবতরণে বাধ্য হয়। ফলে আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি ২০ সরকার প্রধানদের একটি সম্মেলনে নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হন মেরকেল। এরপরেই লুফতওয়াফের বেসামরিক বিমানবহরকে আধুনিকায়নে উদ্যোগী হয় জার্মান সরকার।
জানা গেছে, জার্মানির সরকারী সংস্থার বিমান বহরের এয়ারবাস ৩৪০ মডেলের বিমানগুলো প্রায় ৩০ বছরের পুরনো। এগুলোর স্থলে এয়ারবাসের আধুনিক এ–৩৫০মডেলের বিমান প্রতিস্থাপন করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে সরকার প্রধান বা মন্ত্রীদের সফরের জন্য লুফতওয়াফের ভিআইপি স্কোয়াড্রনে ইতিমধ্যে দুটি এ–৩৫০ মডেলের এয়ারবাস অন্তর্ভুক্ত করা হয়েছে। একই মডেলের তৃতীয় আরেকটি বিমানকেও সরকারি কর্মকর্তাদের ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে।