নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে ফতুল্লার বিসিক শিল্প এলাকায় কারখানার আগুন নেভাতে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের গাড়ির চালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি আরও কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে একজন পথচারী নিহত হয়। পরে গাড়িচালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চাষাড়ায় শান্তা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।
গাড়িচালকের নাম জাহাঙ্গীর আলম। তিনি হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ির চালক ছিলেন। তবে নিহত পথচারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতরা হলেন- খানপুরের ইরানি, জামতলার সারা ও নাজমা, চানমারির আমজাদ, খানপুরের রোকন, মাসদাইর সিরাজুল, মুন্সীগঞ্জের বিক্রমপুর উপজেলার রেশমা। আহতদের হাসপাতালে নিলে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। বাকি চারজনকে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান বলেন, চালক জাহাঙ্গীর আলমকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালানো অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ফতুল্লায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে শান্তা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আজ সোমবার সকাল ১০টা ৩১ মিনিটে নারায়ণগঞ্জে ফতুল্লার বিসিক শিল্প এলাকায় ফকির অ্যাপারেলস নামের একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।