আমার কাগজ ডেস্ক
পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এতিম-দুস্থদের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটি। শিক্ষা প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার চাঁপার নির্দেশনা অনুসারে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন উপকমিটির সদস্যরা।
রোববার (২৪ মার্চ) রাজধানীর হাতিরপুল বাইতুল মোমিন জামে মসজিদ ও মাদ্রাসায় এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।
এদিন দুপুরে এতিমদের উপস্থিতিতে মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে সেহরির জন্য চাল, ডাল, মাছ, মাংস, তেল, কাঁচা বাজারসহ অন্যান্য খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামিল, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আশরাফুল হক জর্জ, সাবেক ছাত্রলীগ নেতা শেখ রাসেল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ অন্যান্যরা।
এর আগে, গত ২২ মার্চ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের জন্য এতিম ও দুস্থদের মধ্যে ইফতার এবং সেহরির খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।