
বাজিতপুর প্রতিনিধি
বাজিতপুর উপজেলা মাইজচর ইউনিয়নের পুরাকান্দা গ্রামের এরশাদ মিয়ার পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলা শাখার পক্ষ থেকে নগদ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল বেলা ১২ টায় মাইজচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সহয়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর,বাজিতপুর-নিকলী আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী, জেলা সহকারী সেক্রেটারী সাংবাদিক শামসুল আলম সেলিম, বাজিতপুর উপজেলা সেক্রেটারী ডাঃ মোবারক উল্লাহ, সহকারী সেক্রেটারী ডাঃ নুরুজ্জামান আশরাফ, সরারচর ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান রাজন, দিলালপুর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম, মাইজচর ইউনিয়ন সভাপতি হাজী আনোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিতপুর উপজেলার সদস্য শাহাদাৎ হোসেন, মাইজচর ইউনিয়ন সভাপতি মাহমুদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।