আমার কাগজ প্রতিবেদক
টানা দায়িত্ব পালনের পর অবশেষে বিদায় নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) বাচ্চু মিয়া।
নিয়ম অনুযায়ী, মঙ্গলবার তাকে রাজারবাগ পুলিশ লাইনসে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এরপরই ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হিসেবে কাজে যোগ দেন পরিদর্শক মো. ফারুক। আগে তিনি মিরপুর পুলিশ লাইনসে ছিলেন।
বাচ্চু মিয়া গণমাধ্যমে পরিচিতি মুখ। গত আট বছর ঢামেক পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময় সাংবাদিকদের অসংখ্য সংবাদের উৎস ও সত্যতা নিশ্চিত করায় বহু সংবাদে তাকে কোট করা হয়।
বাচ্চু মিয়া বলেন, ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে টানা আট দায়িত্ব পালনের আগেও ২০১৩ সালে এই ক্যাম্পেই কয়েকমাস ছিলেন। এরপর জাতিসংঘের শান্তি মিশনে চলে যান।
সেখান থেকে ২০১৬ সালে ফিরে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পে আসেন। ২০১৮ সালে পদোন্নতি পেয়ে পরিদর্শক হন।
দীর্ঘদিন পুলিশে চাকরি করে অবসরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই কর্মকর্তা। আগামী অক্টোবরের মাঝামাঝিতে তার চাকরি মেয়াদ শেষ হচ্ছে।
বাচ্চু মিয়া বলেন, ঢামেক হাসপাতালে তার কাজ ছিল মূলত- দুর্ঘটনা, অস্বাভাবিক মৃত্যু বা হত্যার মতো ঘটনাগুলোতে আহত–নিহতদের ডেটা নেওয়া। আর হাসপাতালের ভেতরে কোনো ঘটনা ঘটলে সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং শাহবাগ থানা পুলিশকে জানানো।
এছাড়া সারাদেশের পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করাও তার দায়িত্ব ছিলো বলে জানান এই কর্মকর্তা।