বিনোদন ডেস্ক
২০১৭ সালে ‘ওয়ান্ডার ওম্যান’ সিনেমাটি মুক্তির পর বক্স অফিস মাত করার পাশাপাশি দারুণ প্রশংসিত হন অভিনেত্রী গ্যাল গডোট। জেনকিন্স পরিচালিত এই ছবিতে ডায়ানা প্রিন্স তথা ওয়ান্ডার ওম্যানের চরিত্রে তার অভিনয় ছিল নজরকাড়া। অ্যাকশন দৃশ্যেও অনবদ্য ছিলেন এই অভিনেত্রী। তার সঙ্গে যোগ্য সঙ্গত করেছিলেন ক্রিস পাইন।
প্রথম ছবির সাফল্যের পর ২০২০ সালে মুক্তি পায় ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। প্রথম ছবির পরে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিও পরিচালনা করেছিলেন প্যাটি জেনকিন্স। তবে প্রথম ছবির মতো সাফল্য পায়নি ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। তার পরেই কানাঘুষা শোনা যায়, দ্বিতীয় ছবির ব্যর্থতার পরে ফ্র্যাঞ্চাইজি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে ডিসি স্টুডিওস।
তবে সম্প্রতি এক সাক্ষাত্কারে অভিনেত্রী গ্যাল গডোট জানান, তৃতীয় ছবির জন্য নাকি সবাই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন। যদিও লেখক, চিত্রনাট্যকার ও অভিনেতাদের ধর্মঘটে আপাতত প্রায় অচল হলিউড। প্রায় ৬ দশক পরে এই মাপের আন্দোলনের মুখোমুখি হয়েছে হলিউড। এই মুহূর্তে বন্ধ রয়েছে একাধিক ছবির কাজ। তবে তার মধ্যেই আশার আলো দেখালেন গ্যাল।
সম্প্রতি এক সাক্ষাত্কারে এই অভিনেত্রী জানান, জেমন গান ও পিটার সাফরানের সঙ্গে হাত মিলিয়ে ‘ওয়ান্ডার ওম্যান ৩’ ছবির ভাবনা রয়েছে তার।
গ্যালের কথায়, ‘আমি ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয় করতে খুব ভালোবাসি। আমি এখনও পর্যন্ত যা খবর পেয়েছি, জেমস আর পিটার চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছেন এরইমধ্যে। সবাই ঘুরে দাঁড়ানোর মিশন শুরু করছি।’