আমার কাগজ প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সরকারের পতনের একদফা দাবিতে অনশন কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়। এতে প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নিয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া বিকেল ৫টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাপনী বক্তব্য দেবেন।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘মুক্তিযুদ্ধের মূল চেতনা হচ্ছে গণতন্ত্র। পাকিস্তানিরা আমাদের অধিকার দিতে চায়নি। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের স্বাধীনতার সংগ্রাম মুক্তিযুদ্ধে রূপ নেয়। কিন্তু এ সরকার সেই মুক্তিযোদ্ধাদেরও অপমান করেছে।’
তিনি বলেন, ‘ওরা কোন দিন সত্য কথা বলতে জানে না। ওরা দেশের সম্মানিত ব্যক্তি, বরেণ্য মুক্তিযোদ্ধাদেরকেও অপমান করেছে। অনেক বরেণ্য মুক্তিযোদ্ধার কথা শেখ হাসিনাও মানেন না। এর অবশ্য কারণ আছে, কারণ মিডিয়া ওনার নিয়ন্ত্রণে, টেলিভিশন ওনার নিয়ন্ত্রেণে। জোর করে, হুমকি দিয়ে গণমাধ্যমকে চাপ প্রয়োগ করে উনি ওনার কথা বলতে চান।’