স্পোর্টস ডেস্ক
ইতিহাস গড়ে সেঞ্চুরির দেখা পেলেন ফারজানা হক পিংকি। রুদ্ধশ্বাস ম্যাচ টাই করে সিরিজ ড্র করলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টাইগ্রেসদের অনিন্দ্য সুন্দর পারফরম্যান্সকে ছাপিয়ে গেছে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরের কাণ্ডে। ম্যাচ আম্পায়ারের আউটের সিদ্ধান্তে রাগে স্ট্যাম্প ভাঙা কিংবা মাঠেই তার অপ্রীতিকর মন্তব্যে সমালোচনার ঝড় বইছে ক্রিকেট অঙ্গনে। এরইমধ্যে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে হরমনপ্রীতকে আর্থিক দন্ড এবং ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের ৩৪তম ওভারে আউট হওয়ায় আম্পায়ারের সিদ্ধান্তে অনাস্থা জানিয়ে স্ট্যাম্প ভাঙেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত। ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। হারমনপ্রীত বলেন, বাংলাদেশে পরবর্তী কোনো সফরে পক্ষপাতী আম্পায়ারিং মোকাবিলার প্রস্তুতি নিয়েই আসবেন তারা।
তৃতীয় ওয়ানডের ম্যাচ রেফারি আখতার আহমেদের বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে হরমনপ্রীত কৌরকে। ম্যাচ রেফারি আখতার জানান, হরমনপ্রীত আইসিসির আচরণবিধির দ্বিতীয় ধারা ভঙ্গ করেছেন।
মাঠে স্ট্যাম্প ভেঙে যে আচরণ তিনি প্রকাশ করেছেন তার জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ এবং প্রেজেন্টেশনের সময় উগ্র সুরে কথা বলার জন্য ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া মাঠে বাজে আচরণ করায় দুটি এবং প্রেজেন্টেশনে আম্পায়ারিং নিয়ে বিরূপ মন্তব্য করা একটি- মোট তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হরমনপ্রীত। আগামী ২৪ মাসের মধ্যে আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই দু’টি সীমিত ওভারের ম্যাচে নিষিদ্ধ হবেন ভারতের এই নারী ক্রিকেটার।