বিনোদন ডেস্ক
‘কিয়ারা আদভানি অভিনয় জানেন না’– এ কথা হয়তো এখন কেউ মানতেই চাইবেন না। কারণ, স্বল্প সময়ের ক্যারিয়ারে সফল কিছু ছবিতে এরই মধ্যে একের পর এক অভিনয় করে মনোযোগ কেড়েছেন তিনি।
শুধু গ্ল্যামার নয়, অভিনেত্রী হিসেবে কুড়িয়েছেন অগণিত দর্শকের প্রশংসা। যার সুবাদে কিয়ারার শুটিং শিডিউলের খাতাও ভারী হয়ে গেছে। তাই এই অভিনেত্রী সম্পর্কে যখন কেউ শুনবেন যে তিনি অভিনয়ের অডিশন দিতে গিয়ে ফেল করেছেন, তা অবাক হওয়ারই কথা। কিন্তু অবাক হলেও এটাই সত্যি যে বাস্তবে কিয়ারার ক্ষেত্রে সেটিই হয়েছে। সেই কথা নিজ মুখে স্বীকারও করেছেন কিয়ারা। ভারতীয় সংবাদমাধ্যমে অকপটে নিজের সত্যিটা তুলে ধরেছেন এই বলিউড তারকা।
বলেছেন, কয়েক বছর আগে আমি ‘লাল সিং চাড্ডা’ ছবির জন্য অডিশন দিয়েছিলাম। তখনও ছবির নাম চূড়ান্ত হয়নি। আমির খানের ছবি বলেই অন্য রকম আকর্ষণ ছিল। কিন্তু অনেক আশা নিয়ে ছবির অডিশনে গেলেও হতাশ হয়ে ফিরে আসতে হয়েছে। কারণ, অডিশনে অভিনয় এতটাই খারাপ হয়েছিল যে ফেল করা শিল্পীদের তালিকায় আমাকে রাখা হয়েছিল। এই ব্যর্থতার কথা সব সময় ভুলে যেতে চেয়েছি। তবে মাঝেমধ্যে মনে নয়, বিষয়টি ভুলতে না পারা একদিক থেকে ভালোই হয়েছে। সেদিন ফেল করেছিলাম বলেই হয়তো অভিনয়ে আরও সিরিয়াস হতে পেরেছি। শিখেছি বিভিন্ন চরিত্রের সঙ্গে মিশে গিয়ে দর্শক মনোযোগ কেড়ে নেওয়া।