ক্রীড়া ডেস্ক
দুইদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। এবার ফের বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি। কলম্বোর পাইকিয়াসোথি সারাভানামুত্তু স্টেডিয়ামে ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
শ্রীলঙ্কার সঙ্গে ৪৮ রানের হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ দল।
পরে ওমানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সাইফ হাসানের দল, জিতেছে ৮ উইকেটে। আসরে টিকে থাকতে হলে আজ আফগানদের বিপক্ষে জয়টা খুব দরকার বাংলাদেশের।
ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছে। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৩ ওভারে বিনা উইকেটে ২৫ রান।
নাঈম শেখ ১১ বলে ১৩ ও তানজিদ হাসান তামিম ৭ বলে ৯ রানে ব্যাট করছেন।
আবার সময় নিয়েছেন নাবিল
আবারও সময় চেয়ে নিয়েছেন কাজী নাবিল আহমেদ। বাফুফে সহসভাপতির অধীন তদন্ত কমিটির কাজ শেষই হতে চায় না। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন তিনি। এবার সময় চাওয়ার কারণ নাবিল করোনাক্রান্ত হয়েছিলেন।
গতকাল তদন্ত কমিটির সভা শেষে কমিটির এই আহ্বায়ক বলেছেন, ‘ঈদের আগে আমি করোনায় আক্রান্ত হয়েছিলাম। এরপর ঈদ গেল। তা ছাড়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেশের বাইরে ছিল। এ জন্য একটু সময় লাগছে।
বাফুফের ঘোষণা অনুযায়ী, তদন্ত কমিটি আট সদস্যের হলেও আহ্বায়ক অসুস্থ হলেই কমিটির কাজ বন্ধ থাকে! প্রথমে বলা হয়েছিল এক মাস, পরে সেটার ব্যাখ্যা দাঁড় করায় ৩০ কর্মদিবস বলে। তা শেষ হওয়ার পর নিয়েছে আরো ১৫ কর্মদিবস। এটা ফুরানোর ঠিক আগে তারা সময়সীমা নিয়ে গেছে ৩০ জুলাইয়ে। ফিফা তদন্তের ওপর তাদের অধিকতর তদন্তে কী বের হয়, সেটা দেখার অপেক্ষায় আছে সবাই।
বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। দেশের খেলাধুলার পাশাপাশি এই চ্যানেল সার্বক্ষণিকভাবে সম্প্রচার করে চলেছে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট। আজ টি স্পোর্টসে যা দেখতে পাবেন..