আমার কাগজ প্রতিবেদক
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩০ কোটি টাকার সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস ও একটি গোয়েন্দা সংস্থা। রবিবার রাত সাড়ে ১১টার দিকে সোনা জব্দ করা হয়।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার (প্রিভেনটিভ) মোকাদ্দিস হোসেন। তিনি জানান, একটি গোয়েন্দা সংস্থার দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ই কে-৫৮৪ ফ্লাইটে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিমানের ১১টি আসনের নিচ থেকে ৯৮টি ডিম্বাক্তির সোনার পেস্ট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।
সোনা জব্দের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন মোকাদ্দিস হোসেন।