সিলেট প্রতিনিধি
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একটি চেকপোস্টে বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় ফয়ছল আহমদ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দুই তরুণকে আটক করা হয়েছে। রোববার (১৬ জুলাই) দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার পারাইরচক পয়েন্টের পীর হবিবুর রহমান চত্বরে এ ঘটনা ঘটে।
নিহত ফয়ছল আহমদ এসএমপির মোগলাবাজার থানায় কর্মরত ছিলেন। তিনি জকিগঞ্জ উপজেলার মামুরখালী বারকাপ্তা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
আটককৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের মাজবাহ উদ্দিনের ছেলে মো. সামি (১৯) ও একই উপজেলার রামপা গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে লিমন (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে চেকপোস্ট দেখে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের সংকেত দিতে যান কর্তব্যরত পুলিশ কনস্টেবল ফয়ছল আহমদ। কিন্তু সংকেত না মেনে গায়ের ওপর তুলে দেওয়া হয় মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত হন পুলিশ সদস্য ফয়ছল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. সামি ও আরোহী মাহবুবুর রহমান লিমনকে আটক করা হয়েছে। আটক সামি সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং আরোহী মাহবুবুর রহমান লিমন মুখে আঘাতপ্রাপ্ত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।