আমার কাগজ ডেস্ক
শাহরুখ খানের ‘জওয়ান’ নিয়ে উচ্ছ্বসিত সালমান
ব্লকবাস্টার ‘পাঠান’ নিয়ে আলোচনার রেশ না ফুরাতেই প্রকাশ্যে আসলো শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। মাত্র দুদিন হলো ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। আর তাকেই আবারও আলোচনায় শাহরুখ খান। এখন অপেক্ষা পাঠানকে কতটা ছাড়াতে পারে জওয়ান।
তবে, এরই মধ্যে বলিউডের ভাই হিসাব খ্যাত সালমান খান সিনেমাটির ট্রেলার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, পাঠান তো জওয়ান বনে গেছে। একরাশ প্রশংসায় ভাসিয়েছেন শাহরুখ খানকে। সেই সঙ্গে সিনেমার দুর্দান্ত সফলতাও কামনাও করেছেন তিনি।
বলিউড দুনিয়াতে শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে খ্যাত সালমান খান আরও লেখেন, দুর্দান্ত হয়েছে ট্রেলার, প্রচণ্ড পছন্দ হয়েছে। এবার এই ধরনের ছবি একমাত্র প্রেক্ষাগৃহেই দেখা উচিত। আমি তো নিশ্চিতভাবে প্রথম দিনেই দেখতে যাচ্ছি। প্রথম শোতেই টিকেট কাটবো।
উল্লেখ্য, পাঠান ছবিতে শাহরুখের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন সালমান খান। প্রথমেই ঘোষণা করা হয় শাহরুখের ‘পাঠান’ ছবির পর সালমানের ‘টাইগার ৩’ ছবিতে দেখা যাবে কিং খানকে। ‘পাঠান’ ও ‘টাইগার’-এর এই ‘ক্রসওভার’ সাধারণ মানুষ খুবই পছন্দ করেছেন।
২ মিনিট ১২ সেকেন্ডের ‘জওয়ান’ ছবির ট্রেলারে ভর্তি একাধিক সাংঘাতিক স্টান্ট, গান, সংলাপ এবং সবটাই শাহরুখ খানের অনন্য স্টাইলে। ‘তেরি’ ও ‘মেরসাল’ খ্যাত অ্যাটলি পরিচালিত এই প্যান ইন্ডিয়া ছবিতে দেখা যাবে লেডি সুপারস্টার নয়নতারা ও বিজয় সেতুপতিকেও।
জাওয়ান সিনেমার ট্রেলারে শাহরুখ খানকে চারটি ভিন্ন লুকে দেখতে পাওয়া গেছে। প্রথম লুকে তাঁর মুখের প্রায় সবটাই ব্যান্ডেজে মোড়া, দ্বিতীয় লুকে ক্লিন সেভ, তৃতীয় লুকে ছাই রঙের একটি মুখোশে অর্ধেক মুখ ঢাকা, চতুর্থ এবং সবচেয়ে ভাইরাল লুকে তাঁকে দেখা গেল মুণ্ডিত মাথায়।