আমার কাগজ ডেস্ক
সিলেট-তামাবিল সড়কে বাস-ইজিবাইক (ব্যাটারিচালিত রিকশা) সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল হতাহতদের উদ্ধার করছে।
নিহতরা হলেন বড়খলা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন ওরফে কাছাই (৪৫)।
পাঁচ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেছে। পাঁচ জন নিহতের খবর পেয়েছি। রাত ১০টার দিকে বাসটি সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীতমুখী টমটমের সাথে সংঘর্ষ হয়। টমটমে সাত জন যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন।