মুন্সিগঞ্জ প্রতিনিধি
পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক অটোরিকশাচালক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। পুলিশ বলছে, অবৈধভাবে উল্টোপথে সেতুতে ওঠার পর গার্ডদের ধাওয়ায় সেতুর ২১ নম্বর পিলার বরাবর তিনি ঝাঁপ দেন। রবিবার রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই পদ্মা সেতু দক্ষিণ থানা, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও ডুবুরিদল যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। পরে সোমবার সকালে ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে যোগ দেয়।
মাওয়া নৌপুলিশের ইনচার্জ মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে ঢাকা টাইমসকে বলেন, রাত ২টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে উল্টোপথে ব্যাটারিচালিত অটোরিকশাসহ এক চালক সেতুর ওপর উঠে যান। বিষয়টি টের পেয়ে সেতুর নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করেন। পরে সেতুর ২১নং পিলারের কাছে এলে অটোরিকশা রেখে চালক নদীতে ঝাঁপ দেন। দুপুর ১২টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অটোরিকশাটি পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে।
তিনি আরও বলেন, নিখোঁজ ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে নৌপুলিশ।
পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, রাতে পদ্মা সেতুর নিরাপত্তারক্ষীরা অটোরিকশাটি থানা নিয়ে আসে। তারা অটোচালকের ঝাঁপ দেয়ার তথ্য আমাদের জানান। ঘটনাস্থল শিবচর অংশে পদ্মা সেতুর দক্ষিণ থানার আওতায় পড়েছে। এঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমারত হোসেন বলেন, মধ্য রাতে পদ্মা সেতুর নিরাপত্তারক্ষী মো. সোহেল ফোন করে সেতু থেকে অটোরিকশা চালকের ঝাঁপ দেয়ার তথ্য জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা উদ্ধার অভিযানে নামে।
এদিকে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল মতি জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে ডুবুরিদের উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে।