রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির বাঘাইড় মাছ। মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য আড়তে এনে ওজন দিয়ে দেখা যায় ২৭ কেজি। মাছটি দেখতে স্থানীয়রা ভিড় জমান।
আজ শনিবার দুপুরে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকায় জেলে নিমাই হলদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে নিমাই হলদার বলেন, পদ্মা-যমুনার মোহনায় দৌলতদিয়া কলাবাগান এলাকায় জাল ফেলে উঠানোর সময় মনো হয় বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল উঠালে দেখতে পাই বাঘাইড় মাছ। মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটের আনু খার আড়তে এনে ১৪শ’ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।
মাছের ক্রেতা চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্যা বলেন, মাছটি আড়তে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৪শ’ টাকা কেজি দরে ক্রয় করেছি। মোবাইলে বিভিন্ন ক্রেতাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। কিছু লাভ পেলে মাছটি বিক্রি করে দেওয়া হবে।