আমার কাগজ ডেস্ক
ইরানে দুর্বল অর্থনীতির কারণে চলমান বিক্ষোভে আরও দুইজন নিহত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তবে মৃতের সংখ্যা কমপক্ষে ১০ জনে দাঁড়িয়েছে।
পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞার মুখে ইরানের মুদ্রা রিয়াল দ্রুত পতন হচ্ছে। ১ ডলারের দাম এখন প্রায় ১.৪ মিলিয়ন রিয়াল। এর ফলে প্রাথমিক বিক্ষোভ শুরু হয়।
সম্প্রতি সপ্তাহব্যাপী এই বিক্ষোভটি বিচ্ছিন্নভাবে ইরানের বেশকিছু শহরে ছড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যদি তেহরান ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে’ তাহলে যুক্তরাষ্ট্র ‘তাদের উদ্ধারে’ এগিয়ে আসবে।
এবিসি নিউজ বলছে, কয়েকদিন পর বিক্ষোভ এক নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২২টিতে ১০০টিরও বেশি স্থানে প্রতিবাদ দেখা গেছে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে ইরানের বেসামরিক সরকার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক বলে ইঙ্গিত দিয়েছে।
