চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে একটি নির্মাণধীন ভবনে অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবা উদ্ধারের তথ্য দিয়েছে র্যাব।
বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় ধুমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারের পাশাপাশি ভবন মালিককেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নাছির ওরফে নাছিম (৫০), তিনি উত্তর পতেঙ্গা পূর্ব কাঠগড় এলাকার বাসিন্দা।
বিকালে র্যাব ৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাছিরের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকসহ দুইটি মামলা আছে। তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে কমদামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে নিয়ে আসেন। এখানে মাদকসেবী ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকালে র্যাবের একটি দল বাড়ি থেকে নাছিরকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে নির্মাণধীন ভবনের দ্বিতীয় তলায় ১৫টি প্যাকেট থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
