
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটারদের হাতে যে কালি ব্যবহার করা হচ্ছে, তা অমোচনীয় নয় বলে অভিযোগ করেছেন বিরোধী দলের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এবং সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান রনি এই অভিযোগ করেছেন।
তাদের দাবি, এতে ভোট জালিয়াতির আশঙ্কা তৈরি হয়েছে। নোমান জানান, তারা এ বিষয়ে নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান রনি আরও দাবি করেন, আইটি অনুষদের ২১৪ নম্বর কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের সইবিহীন ২০টি ব্যালট পেপার জমা পড়েছে।
এই অভিযোগের বিষয়ে আইটি অনুষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম শরিফুজ্জামান বলেন, দেশে বর্তমানে কোনো স্থায়ী ভোটের কালি পাওয়া যায় না। সে কারণেই ভোটের পর পারমানেন্ট মার্কার ব্যবহার করা হচ্ছে। সইবিহীন ব্যালটের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নজরে এসেছে এবং নির্বাচন শেষে তা সংশোধন করা হবে।
৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুধবার (১৫ অক্টোবর) এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে। কিছু কেন্দ্রে সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে মোট ৬৮৯টি বুথে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে এবং ক্যাম্পাসজুড়ে র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তরের সদস্যরা দায়িত্ব পালন করছেন।