
আমার কাগজ প্রতিবেদক
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ দুলাল নোয়াখালী জেলা সমিতি-ঢাকা’র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভুইয়া রানা।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
গত ১৩ সেপ্টেম্বর রাজধানী ঢাকার টিএন্ডটি কলেজে উৎসবমুখর পরিবেশে নোয়াখালী জেলা সমিতি-ঢাকা’র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন এম এ খান বেলাল এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল মাবুদ দুলাল।