
ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী বৈশ্বিক ফ্রী মেডিকেল ক্যাম্প ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি ডায়াবেটিস টেস্ট, ফ্রি ওষুধ বিতরণ সহ বেশ কয়েকটি সেবার উদ্বোধন করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী সোনাইমুড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে ফ্রী চিকিৎসা সেবা ও মেডিসিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মুর্তজা।
উল্লেখ্য গত এক বছরে মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সোনাইমুড়ি তথা নোয়াখালী ১ আসনে এক লক্ষের বেশি মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, সাবেক কাউন্সিলর ফিরোজ মোল্লা, রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাসানুজ্জামান, সোনাইমুড়ী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোস্তাক আহমেদ বেলাল, ইঞ্জিনিয়ার নোমান সিদ্দিকী, জহিরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।