
আমার কাগজ প্রতিবেদক
পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভুইয়া রানা। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দৈনিক আমার কাগজ কার্যালয়ে এলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন পত্রিকার সম্পাদক।
গত বৃহস্পতিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ এটিইউ প্রধান হিসেবে দায়িত্ব নেন।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম ১৯৯৫ সালে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বগুড়া, লালমনিরহাট, খাগড়াছড়ি, চাঁদপুর, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, ঝিনাইদহ জেলা পুলিশ, কেএমপি, হাইওয়ে পুলিশ, সিআইডি, এসবি, পিটিসি নোয়াখালী, আরআরএফ ঢাকা এবং এটিইউসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সিলেট মহানগর পুলিশ কমিশনার ছিলেন। সততা, দক্ষতা ও সুনামের কারণে তিনি পিপিএম পদক ও দুইবার আইজিপি ব্যাজ অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা রেজাউল করিম পেশাগত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে অংশগ্রহণ করেছেন।
এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও পূর্ব তিমুরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।