
স্পোর্টস ডেস্ক
লা লিগার নতুন মৌসুমে ভালো অবস্থানে নেই বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম তিন ম্যাচের দুই এবং এক ড্র-য়ে কাতালানদের পয়েন্ট সাত। এর মধ্যে যেন ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে এলো লামিনে ইয়ামালের ইনজুরি। গতকাল রাতে নিজেদের চতুর্থ ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই মাঠে নেমেছিল বার্সেলোনা।
কিছুদিন ধরে কোমরেরর ব্যথায় ভুগছেন ইয়ামাল। ফিফা উইন্ডোতে সেই ব্যথা নিয়ে পেইন কিলার খেয়ে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ১৮ বছর বয়সী এই তারকা। ইয়ামালের ইনজুরি নিয়ে ভ্যালেন্সিয়ার ম্যাচে আগে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সা বস হ্যান্সি ফ্লিক। মূলত, ইনজুরি জানা শর্তেও ইয়ামালকে পেইন কিলার খাইয়ে দুই ম্যাচে ৭৯ এবং ৭৩ মিনিট খেলেছেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
হ্যান্সি ফ্লিক বলেন, ‘লামাইন ব্যথা নিয়ে জাতীয় দলে যায়, অনুশীলন করেনি, খেলার জন্য ব্যথানাশক ওষুধ ছিল, তারা প্রতিটি ম্যাচে তিন গোলে এগিয়ে ছিল। তবে দুই ম্যাচে ইয়ামাল ৭৯ এবং ৭৩ মিনিট খেলেছে। ম্যাচের মধ্যেও সে অনুশীলন করেনি। এটা খেলোয়াড়দের যত্ন নেওয়ার মতো নয়। স্পেনের বিশ্বের সেরা দল আছে, প্রতিটি পজিশনে তারা অবিশ্বাস্যভাবে ভালো। এই পরিস্থিতি নিয়ে আমি সত্যিই দুঃখিত।
চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে বৃহস্পতিবার নিউক্যাসেলের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। সেই ম্যাচে ইয়ামাল না খেলার সম্ভাবনা বেশি। দলের ব্যস্ত শিডিউলের মধ্যে ইয়ামালের ইনজুরি ভালো কিছুর আভাস দিচ্ছে না। কেননা ইয়ামালকে ছাড়া লা লিগার গেল মৌসুমে তিনটি ম্যাচ খেলেছিল কাতালানরা। সেই তিন ম্যাচের কোনোটিতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সা। যেখানে ছিল দুই হার এবং এক ড্র।