
আমার কাগজ প্রতিনিধি
বিআরটিসির অনুমোদনহীন কাউন্টার, রুট পারমিটবিহীন যান চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে আগামী ৬ অক্টোবর থেকে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল—এই পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্তঃজেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতারা।
প্রধান দাবিসমূহ: অনুমোদন ছাড়া বিআরটিসি বাস পরিচালনা ও কাউন্টার স্থাপন বন্ধ, মহাসড়কে রুট পারমিটবিহীন যানবাহন (ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন-করিমন) বন্ধ, সেপ্টেম্বর দেওয়া তিন দফা দাবির দ্রুত বাস্তবায়ন।
নেতারা অভিযোগ করেন, বিআরটিসি নামধারী কিছু গাড়ি অনুমোদন ছাড়াই যত্রতত্র চলাচল করছে এবং যেখানে-সেখানে কাউন্টার বসানো হচ্ছে, যা স্থানীয় ডিপো কর্মকর্তাদের সহযোগিতায় একটি চক্র পরিচালনা করছে। এতে বৈধ পরিবহন মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এছাড়া মহাসড়কে লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকদের দ্বারা পরিচালিত ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন ইত্যাদি যানবাহন বেপরোয়াভাবে চলাচল করছে, যার ফলে যানবাহন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে উল্লেখ করেন তারা।
মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে, ৬ অক্টোবর ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তঃজেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আন নোমান, অর্থ সম্পাদক মীনা মতিউর রহমান ও লাইন সম্পাদক সরদার জসীম প্রমুখ।