
আমার কাগজ প্রতিবেদক
রাজধানীতে গতকাল শনিবার উৎসবমূখর পরিবেশে নোয়াখালী জেলা সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবদুল মাবুদ (দুলাল)।
সভাপতি পদে এম এ খান বেলাল পেয়েছেন ৫৭৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম পেয়েছে ৪৯৩। সাধারণ সম্পাদক পদে আবদুল মাবুদ দুলাল পেয়েছেন ৬০৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সালাহ উদ্দিন পেয়েছেন ৪৪১ ভোট।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কে এম মোজাম্মেল হক, সহ-সভাপতি যথাক্রমে- মো. মাহফুজুর রহমান কিরন, মোঃ শাহজাহান (ছাত্তার), মোঃ মহিউদ্দিন (মানিক), এ কে এম আইয়ুব উল্ল্যা; যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম চৌধুরী, মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, এবিএম জিয়াউল কবির সুমন; সাংগঠনিক সম্পাদক মঞ্জুর কাদের চৌধুরী, কোষাধ্যক্ষ জাফর আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক মো. গোলাম হোসেন (মানিক), শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক এড. আবুল কালাম ভুইয়া (আজাদ), আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. জালাল আহমেদ দোলন, প্রচার সম্পাদক মো. জাকির হোসেন পারভেজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, পাঠাগার ও আইসিটি বিষয়ক সম্পাদক ইনামুল কবির, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মকছুদের রহমান (মানিক), যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু মোহাম্মদ মনিরুল ইসলাম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক এড. সৈয়দা শাহিন আরা লাইলি, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মজনু, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ওমর ফারুক পাটোয়ারী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম (রেজু)। এছাড়া নির্বাহী সদস্য যথাক্রমে-আবদুল ওয়াহেদ (মুরাদ), মোহা. রফিক উল্যা রাজু, মো. ফয়েজ উল্যা (মানিক), মঈনুল হক চৌধুরী, আবদুস ছোবহান সুমন, সৈয়দ আক্তার হোছাইন স্বপন।