
সোনাইমুড়ী প্রতিনিধি
সোনাইমুড়ী পৌরসভার ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোছাইন। সমাবেশে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা জামায়াতে ইসলামী আমির হানিফ মোল্লা, জামায়াতে ইসলামী মনোনীত পৌর মেয়র প্রার্থী হিফজুর রহমান, পৌরসভা আমির আব্দুল মতিন, সেক্রেটারি ফজলুল হক, IBWF সোনাইমুড়ী বাজার সভাপতি মোস্তাক আহমেদ বেলাল।
পৌরসভা যুব শাখার সভাপতি আনিসুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সোনাইমুড়ী মা ও শিশু হাসপাতালের পরিচালক সাহাবউদ্দিন, নিউ মার্কেটের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম মিলন সহ বাজারের অসংখ্য ব্যবসায়ীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীরা সমাজ দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাদের স্বার্থ রক্ষা ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিরাপদ ব্যবসা পরিবেশ ও আধুনিক বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে উদ্যোগ নিতে হবে। ব্যবসা শুধু লাভের জন্য নয়, বরং সমাজসেবার অংশ হিসেবেও দেখা উচিত।