
আমার কাগজ প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভুইয়া রানা। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টু রোডস্থ ডিবি কার্যালয়ে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে শুভেচ্ছা স্মারক তুলে দেন আমার কাগজ সম্পাদক।
১৮ তম বিসিএস ব্যাচের কর্মকর্তা শফিকুল ইসলাম গত ২৮ আগস্ট ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি ছিলেন।
১৯৯৯ সালে তিনি পুলিশ ক্যাডারে যোগ দেন। পেশাগত জীবনে লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে বিভিন্ন পদে কাজ করেছেন শফিকুল ইসলাম।
২০১৩ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেন।