
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফোরামের সভাপতি সাবেক ড. মুহাম্মদ বেলায়েত হোসেন ও সাবেক সচিব কে এম মোজাম্মেল হক
আমার কাগজ প্রতিবেদক
বৃহত্তর নোয়াখালী অফিসার্স ফোরামের পক্ষ থেকে বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান দুই সচিবকে সংবর্ধনা দেওয়া হয়। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সচিবদ্বয় হলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। ফোরামের সভাপতি সাবেক সচিব ড. মুহাম্মদ বেলায়েত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী অফিসার্স ফোরামের সহ-সভাপতি কে এম মোজাম্মেল হক, সদস্য কাস্টমস বেলাল হোসেন, যুগ্মসচিব জিনাত রেহানা, যুগ্মসচিব সাইফুদ্দিন, যুগ্মসচিব জসীম উদ্দিন হায়দার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহমুদ, উপসচিব আবু নাসের, রূপালী ব্যাংকের ডিএমডি প্রমুখ।
উপস্থাপনায় ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব রফিকুল ইসলাম।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সচিব মো. আনোয়ার হোসেন বৃহত্তর নোয়াখালী অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।