
সোনাগাজী প্রতিনিধি
ঢাকায় বসবাসরত সোনাগাজী সমিতি ঢাকার আয়োজনে দেশের সমসাময়িক বিষয়ের উপর আলোচনা, মতবিনিময় সভা ও এক নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বেইলি রোডে গ্রীণ লাউঞ্জ রেস্টুরেন্টে আয়োজিত বর্ন্যাঢ্য অনুষ্ঠানে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজউকের অথরাইজড অফিসার ইন্জিনিয়ার নুর আলম সোহেলের সঞ্চালনায় এবং সমিতির সহ-সভাপতি ব্রিগেডিয়ার গাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক নেতা এম আব্দুল্লাহ, সাবেক সচিব মাহবুবুল হক মিল্লাত, অবঃকাস্টমস কর্মকর্তা এনামুল হক,হাউজিং কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর লায়ন আলমগীর চৌধুরী,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আব্দুল হাই পিএ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর গোলাম রব্বানী,বিশিষ্ট সমাজসেবক শেখ মোহাম্মদ ইকবাল,সমিতির সাংগঠনিক সম্পাদক ও সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রাজ,সাংগঠনিক সম্পাদক ও দ্যা ইকোনমিকস পত্রিকার সম্পাদক সাংবাদিক আমির হোসেন জনি,মোহাম্মদ মোস্তফা,মোর্শেদ আলম প্রিন্স।
এতে আরো উপস্থিত ছিলেন,সুপ্রিম কোর্টের আইনজীবী এড.মইন উদ্দিন ফারুকী,সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক – সুলতান মোহাম্মদ কামাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আহমেদ করিম, প্রিমায়ার ব্যাংকের এভিপি শাহাদাত হোসেন শিমুল, ব্যবসায়ী ইব্রাহিম বাহারী, সুপ্রিম কোর্টের কর্মকর্তা জিয়াউল কাদের রাসেল,শরিয়াতুল্লাহ মিয়া,সাহাদাত হোসেন হেলাল,আকরাম হোসেন রিংকু,ইন্জিঃইসমাইল,আরিফ আবেদিন, রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম মুকুল, ফরায়েজী হাবিব প্রমুখ।
আলোচনা ও মতবিনিময় সভায় প্রায় শতাধিক সোনাগাজীয়ান উপস্থিত ছিলেন।
ঢাকাস্থ সোনাগাজীয়ানদের মিলন মেলায় বক্তারা
সোনাগাজী উপজেলার শিক্ষার মান উন্নয়ন এবং নিজেদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে একসাথে কাজ করার মতামত দিয়ে বক্তব্য রেখেছেন ঢাকাস্থ সোনাগাজীর বিশিষ্ট শিক্ষাবিদ, চাকরিজীবী, ব্যবসায়ী এবং বুদ্ধিজীবীগণ।একইসাথে সোনাগাজী উপজেলার শিক্ষার মান উন্নয়ন এবং নিজেদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর জন্য পরস্পর বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সোনাগাজীবাসীর কল্যাণে কাজ করতে আহ্বান জানান।একটি সুন্দর ও সমৃদ্ধ সোনাগাজী গড়তে একযোগে কাজ করার জন্যও মতবিনিময় সভায় উপস্থিত সকলে একমত হন।