
আমার কাগজ প্রতিবেদক
প্রশাসনের আরো দুইজন কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
বেসামরিক অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) সিরাজুন নূর চৌধুরীকে পদোন্নতি দিয়ে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) পদায়ন করা হয়েছে।
এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) ড. এ কে এম শাহাবুদ্দিনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়। তাকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে বুধবার সচিব পদে দুজন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়।