
বাজিতপুর প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য এবং বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে বাজিতপুর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
আজ শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় বাজিতপুর বাজারের সিনেমা হল মোড়ে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
বাজিতপুর উপজেলা জাসাস-এর আহ্বায়ক ফয়েজ আহমেদ মিঠু ভুঁইয়ার-এর নেতৃত্বে উক্ত মানববন্ধনে অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক ভূইয়া।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাসাস বাজিতপুর উপজেলার শাখার সিনিয়র যুগ্ন আহ্বায়ক নাঈম উদ্দিন, রাসেল শিকদার, সদস্য সচিব মনির হোসেন।
এছাড়া উপজেলার মাইজচর, হুমায়ুনপুর, গাজিরচর, বলিয়ারদী, দিলালপুর ইউনিয়নর শাখার এর নেতৃবৃন্দ উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন থেকে বক্তারা শহীদ জিয়াউর রহমান ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশের গণতান্ত্রিক রাজনীতিকে কলুষিত করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
জাসাস নেতৃবৃন্দ বলেন সত্য ও ন্যায়ের পক্ষে জাসাস সর্বদা সোচ্চার। অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো ঘরে ঘরে।