
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ ফয়সাল (২৬) নামে একজনকে আটক করা হয়। ফয়সাল উপজেলার সরারচর ইউনিয়নের মীরার গাও গ্রামের মোঃ রেনু মিয়ার ছেলে।
আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৬ জুলাই) রাতে বাজিতপুর অস্থায়ী আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় যৌথ টহল দিচ্ছিলেন।
টহল চলাকালীন অবস্থায় উপজেলার সরারচর ইউনিয়নের খালেকের ভান্ডার এলাকায় আনুমানিক রাতত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তার দেহ তল্লাশি করে ৫ পিচ ইয়াবা পাওয়া যায়। সাথে ১টি সুজুকি ঝিকঝাক ১২৫ সিসি মোটরসাইকেল ১টি মোবাইল সহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তার পরিচয় জানায় নাম ফয়সাল, সে সরারচর ইউনিয়নের মীরার গাও গ্রামের মোঃ রেনু মিয়ার ছেলে।
পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত ব্যক্তিকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়।