
আমার কাগজ প্রতিবেদক
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ (হারুন মাস্টার) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে।
নিহত হারুন মাস্টার উপজেলার বাহ্রা গ্রামের বাসিন্দা এবং নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে তারা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে বাহ্রা স্কুলের সামনে হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা মো. শাহিন বলেন, “প্রতিদিনের মতো আজও ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়েছিলেন চাচা। তখন তিনজন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। কারা বা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা বুঝে উঠতে পারছি না।”
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুসরাত তারিন জানান, মরদেহের মাথা, ঘাড় ও শরীরে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
এদিকে, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”