
আমার কাগজ প্রতিবেদক
জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পৃথক আদেশে বিআরটিএ চেয়ারম্যান অতিরিক্ত সচিব (গ্রেড-১) মো. ইয়াসীনকে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) হিসেবে বদলি করা হয়েছে।
আরেক আদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদিলপূর্বক নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক (যুগ্মসচিব) মোঃ মুস্তাফিজুর রহমানকে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে স্থানীয় সরকার বিভাগে, পরিকল্পনা বিভাগে সংযুক্ত যুগ্মপ্রধান মোঃ আমিনুল হককে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য হিসেবে বিদ্যুৎ বিভাগে, এস্টাবলিশমেন্ট অব ১৬০ উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মনির হোসেনকে একই প্রকল্পে দায়িত্ব পালনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব এরশাদ হোসেন খানকে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের পরিচালক হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণায়ের ওএসডি (সিনিয়র সচিব) জি এম সরফরাজকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।