
আমার কাগজ প্রতিবেদক
ঈদুল আজহাকে কেন্দ্র করে ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ জিরা আমদানি করা হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় চারটি ট্রাকে করে মোট ১ হাজার ২৬৭ বস্তা জিরা বন্দরে পৌঁছায়।
সোমবার (২৬ মে) সকালে জিরা আমদানির বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, ঢাকার ‘পরশী ইমপেক্স’, ‘সততা ট্রেডিং’ ও ‘মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে তিনটি প্রতিষ্ঠান এই চালান আমদানি করেছে। কাস্টমস ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে কাজ করছে ‘মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল’।
জানা গেছে, প্রতি কেজি জিরা ৪ দশমিক ৫ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪৫.৭৬ টাকা। এই চালান থেকে সরকার প্রায় ৯৭ লাখ ৩ হাজার ৬৮০ টাকা রাজস্ব পাবে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ‘চলতি বছরে এর আগেও কয়েক দফা জিরা আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। ঈদুল আজহা সামনে রেখে আরও চালান আসতে পারে। আজ বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে জিরার বস্তাগুলো খালাস করা হবে।’
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি অব্যাহত থাকায় ঈদের বাজারে মসলা পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার আশা করছেন ব্যবসায়ীরা।