
বিনোদন ডেস্ক
হংসল মেহতার ‘স্কুপ’-এ অভিনয় করে সবাইকে চমকে দিয়েছিলেন কারিশমা তান্না। নেটফ্লিক্সের এই ক্রাইম ওয়েব সিরিজে বাস্তব একটি চরিত্রকে তুলে ধরেছিলেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। অনুসন্ধানী সাংবাদিক জিগনা ভোরার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সিরিজে তাঁর অভিনয় দারুণ প্রশংসিতও হয়েছিল।
অনেকেই ধরে নিয়েছিলেন, সিরিজটির সফলতা তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। কিন্তু এমন কিছু ঘটেনি। সেই সিরিজ মুক্তির দুই বছর পার হয়ে গেছে।
এক সাক্ষাৎকারে এর কারণ জানতে চাওয়া হলে হতাশার সুরে অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে, আমার কাছে এর কোনো উত্তর নেই। অনেক দিন পর একটা প্ল্যাটফর্ম এবং অভিনয় করার সুযোগ পাব, এমন একটা চিত্রনাট্য পেয়েছিলাম। “স্কুপ” চ্যালেঞ্জিং ছিল। এমন নয় যে সিরিজটি প্রচারের পর আমি খুব খুঁতখুঁতে হয়ে গেছি। আমি জানি যে চিত্রনাট্য ভালোভাবে লেখা হলে পরিচালক তাঁকে আরও উচ্চ স্তরে নিয়ে যেতে পারেন। আমি এখন শুধু এ ধরনের কাজের অপেক্ষায় আছি।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমার কাছে ভালো প্রস্তাব এসেছিল। কিন্তু আমি চরিত্রনির্ভর প্রকল্পে কাজ করতে চাই। আমি দেখিয়ে দিয়েছি যে আমি কী করতে পারি। এমন চিত্রনাট্যের অপেক্ষায় আছি, সেখানে নিজের নামের প্রতি সুবিচার করতে পারব। তবে অপেক্ষা কখনো কখনো হতাশার হয়।
কারিশমা তান্নাঅভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আমি আবার সেটে ফিরতে চাই, ক্যামেরার সামনে দাঁড়াতে চাই আর প্রযোজক ও পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। কিন্তু আপনি যখন স্কুপ-এর মতো শোতে অভিনয় করেন, তখন আপনাকে এর মূল্য দিতে হয়। আমি এখন মিশ্র আবেগের মধ্য দিয়ে যাচ্ছি। কখনো কখনো মনে হয়, এরপর যা আসবে, তা-ই করতে রাজি হব। আমি এখন অত্যন্ত বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আছি।’