
স্পোর্টস ডেস্ক
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল সিরিজ। তবে পিএসএল স্থগিত করে পুনরায় চালু করায় বাংলাদেশ সিরিজ দুই দিন পিছিয়ে নতুন করে সূচি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ভারত-পাকিস্তান সংঘাত পরবর্তী নিরাপত্তা শঙ্কায় ওই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল পাঠাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। সিদ্ধান্ত নেওয়ার ভার বোর্ডের পক্ষ থেকে সরকারের দিকে ঠেলে দেওয়া হয়। সরকার নিরাপত্তার বিষয় নিয়ে পরিষ্কার ধারণা দিলেই বিসিবি পাকিস্তানে দল পাঠাতে চায় বলে এর আগে জানানো হয়।
বৃহস্পতিবার বিসিবি জানিয়েছে, সরকারের পক্ষ থেকে তারা সবুজ সংকেত পেয়েছেন। পাকিস্তান সফরে যেতে সরকারের পক্ষ থেকে কোন বাধা নেই। বিসিবির সূত্র সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা সরকারের থেকে পাকিস্তান সিরিজ খেলতে যাওয়ার বিষয়ে সবুজ সংকেত পেয়েছি।
তবে এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। আশা করছি দ্রুতই তা পেয়ে যাবো। কারণ সরকারের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তারা আমাদের পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি দেবে।’
বিসিবি জানিয়েছে, ক্রিকেটাররা পাকিস্তান সফরে যেতে চান কিনা তা নিয়ে কথা বলবেন, ‘আমরা এবার ক্রিকেটারদের সঙ্গে কথা বলবো। শুনেছি, কেউ কেউ নিরাপত্তা শঙ্কার কারণে পাকিস্তান সফরে যেতে চায় না। আমরা কাউকে সফরের জন্য জোর করবো না।’