
স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। একটা সময় ইংলিশ ফুটবলে এককভাবে আধিপত্য চালিয়েছিল ক্লাবটি। তবে বর্তমানে হতাশার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ম্যানইউ। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের বর্তমানে দলটির অবস্থান ১৫ নম্বরে। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর খুব একটা আলোচনা হচ্ছে না ক্লাবটিকে নিয়ে। দলের এমন অবস্থায় হতাশ ম্যানইউ সমর্থকরা।
তবে এত হতাশার মাঝেও খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার ইউনাইডেট। দলটি নিশ্চিত করেছে ইউরোপা লিগের ফাইনাল। সেই সঙ্গে তাদের সামনে সুযোগ রয়েছে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের সেমিফাইনালে ফিরতি লেগের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড।
এর আগে প্রথম লেগে বিলবাওয়ের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় নিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল রুবেন আমোরিমের শিষ্যরা। এবার নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে সফরকারী বিলবাওকে ৪-১ (৭-১) গোলে উড়িয়ে পুরোপুরিভাবে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে ইউনাইটেড। এই নিয়ে তৃতীয়বারের মতো ইউরোপা লিগের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো দলটি। এর আগে সবশেষ ২০২১ সালে এই লিগের ফাইনাল খেললেও ভিলারিয়ালের বিপক্ষে হারে শিরোপা ছোঁয়া হয়নি ইংলিশ ক্লাবটির।
তবে এবার যে কোনো মূল্যে সমর্থকদের শিরোপা উপহার দিতে চান মানইউ বস রুবেন আমোরিম। তিনি বলেন, ‘কোচ হিসেবে শিরোপা জয়ের জন্য অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, এমনকি শিরোপাও। এটা এমন অনুভূতি যে, আমরা ভালো কিছু করতে পারি, আমাদের ভক্তদের কিছু দেওয়ার অনুভূতি, বিশেষ করে এই ধরনের মৌসুম শেষে। তাহলে, এটা কেবল আগামী বছর চ্যাম্পিয়নস লিগ খেলা নয়। এই অনুভূতি কি এই অনুভূতি যে, আমরা সবকিছু পরিবর্তন করতে পারি। ফাইনালের কারণে আমি ইতিমধ্যেই চাপে আছি। যদি আমরা এটা না করি, তাহলে এর কোনো মানে হয় না। আমরা যে কোনো মূল্যে শিরোপা জিততে চাই।’
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে বোডো/গ্লিমটের বিপক্ষে মাঠে নেমেছিল টটেনহ্যাম। সেই ম্যাচে বোডো/প্লিমটকে ২-০ (৫-১) গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে টটেনহ্যাম। ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে লড়বে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইডেট-টটেনহ্যাম। আগামী ২১ মে রাতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই নিয়ে ৪১ বছর পর আবারও ইউরোপা লিগের ফাইনাল খেলবে টটেনহ্যাম। এর আগে সবশেষ ১৯৮৪ সালে এই লিগে ফাইনাল খেলছিল টটেনহ্যাম। সেবার বেলজিয়ামের ক্লাব অ্যান্ডারলেখেষ্টকে হারিয়ে শিরোপা জিতেছিল ইংলিশ ক্লাবটি।