
আমার কাগজ প্রতিবেদক
৩রা জাতীয় গণমাধ্যম দিবস লক্ষ্যে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)’র সেমিনার অনুষ্ঠিত হয়। আজ শনিবার (৩ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজনগরস্থ হোটেল অরনেট-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
উদ্বোধক ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রধান মুখপত্র খান নজরুল ইসলাম হান্নান। মডারেটর বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম খান ডলার, সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মো. মোক্তার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী রাজিবুল ইসলাম।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশ টিভির হেড অব নিউজ মহিউদ্দিন আহমেদ, চ্যানেল আই-এর যুগ্ম সম্পাদক কবি রাজু আলীম, বৃহত্তর খুলনা সমিতির আজীবন সদস্য, বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সভাপতি আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ,কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ-এর মহাসচিব মীর আব্দুল আলীম, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টা লায়ন মো. বশিরুজ্জামান, প্রমুখ।