
আমার কাগজ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ চলছে। আজ মঙ্গলবার দুজনের মধ্যে আলাপ হয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো। তিনি জানান, ইউক্রেন ইস্যুসহ নানা বিষয় নিয়ে দুজনের মধ্যে ফোনে আলাপ হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজন ৯০ মিনিটের বেশি সময় ধরে আলাপ করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এ নিয়ে পুতিনের সঙ্গে দুইবার ফোনে কথা বলেছেন ট্রাম্প। এর আগে এবারের ফোনালাপের ব্যাপারে ট্রাম্প আগেই জানিয়ে দেন। তিনি বলেন, পুতিনের সঙ্গে ‘ল্যান্ড’, ‘পাওয়ার প্ল্যান্ট’ ও ‘বিভিন্ন সম্পদ ভাগাভাগি’ নিয়ে আলাপ করবেন তিনি।
এটি দুজনের মধ্যে দ্বিতীয় আলাপ হলেও ইউক্রেন আমেরিকার প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পর প্রথম আলাপ।
গত সপ্তাহে সৌদি আরবে এক বৈঠকে আমেরিকা ও ইউক্রেনের কর্মকর্তারা ৩০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেন। পুতিন যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন করেছেন। তবে বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। শান্তি অর্জনে এসব শর্ত পূরণ করা আবশ্যক বলে মনে করেন তিনি।
প্রতিবেদন বলছে, এ অবস্থাতেই উভয় পক্ষ ভারী বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং রাশিয়া পশ্চিম রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার কাছাকাছি পৌঁছেছে। রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাবে ক্রেমলিনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।