
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে মাগুরার ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যায় জড়িতের দৃষ্টান্তমূলক বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার দুপুর ২টায় বাজিতপুর বাজারের শহিদ চত্বরে উক্ত প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাজিতপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবন্দ।
নাগরিক কমিটি আহবায়ক রাজীব আহম্মেদ ও বৈষম্যবিরোধী আন্দোলনের আহবায়ক নুরেন খানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক কমিটি সদস্য সচিব রাহাগির আলম ও সদস্য শফিকুল ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি আদিফুর রহমান ও ওহিদুল হক, বাজিতপুর উপজেলা প্রতিনিধির বক্তব্য রাখেন রনি আহমেদ, জারিফ রহমান আজাদ, ফাহাদ বিন মাহি, তরিকুল ইসলাম ফাহাদ, হোজাইফা ইবনে আরিফ, ইয়াকুব আলী, মো. মুসাহিদুর রহমান সাদী এবং মোকাররম হোসেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা শুধু আছিয়ার ধর্ষণ ও হত্যাকারীদের বিচার নয়, সারাদেশের ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, আমাদের বাজিতপুরে যদি কেউ এ ধরনের ঘটনার চেষ্টা করেন তাকে ধরে এনে এ শহিদ চত্বরে প্রকাশ্যে বিচার করা হবে।