
আমার কাগজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের কালজয়ী সাংবাদিক দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ.কে.এম. মকছুদ আহমেদ গতকাল রাত দশটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা
সাংবাদিক মকছুদ আহমেদ-এর মৃত্যুতে শোক প্রকাশ করে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, অর্ধ শতাব্দীকাল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী সাংবাদিক এ.কে.এম. মকছুদ আহমেদ ছিলেন পার্বত্য চট্টগ্রামের সংবাদ মাধ্যমের এক কালজয়ী পুরুষ। এই মহান ব্যক্তির মৃত্যু পার্বত্যবাসী সংবাদ পিপাসুদের জন্য এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো।
মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
আমার কাগজ সম্পাদকের শোক: সাংবাদিক মকছুদ আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভুইয়া রানা। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।