
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের দশ মাইল এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে নানি-নাতনি নিহত হয়েছেন; আহত হয়েছেন তিনজন।
শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে দশ মাইল হাইওয়ে থানার এসআই রেজাউল ইসলাম জানান।
নিহতরা হলেন শহরতলীর হিরাগিরি এলাকার নার্গিস আক্তার (৪৪) ও তার নাতনি দুই মাস বয়সি হুমাইরা। আহতদের মধ্যে আছেন শিশুটির মা রিপা (২২), খালা নিশা (১৭) ও অটোরিকশার চালক সাজু (১৬)।
আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই রেজাউল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, অটোরিকশায় হিরাগিরি থেকে রামডুবি যাচ্ছিলের শিশুসহ একই পরিবারের চারজন। দশ মাইল এলাকায় পৌঁছলে একটি বাসের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নানি-নাতনি মারা যায়।
ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই রেজাউল ইসলাম।